| |
               

মূল পাতা রাজনীতি বাম দল ধর্মনির্ভর রাজনৈতিক শক্তিকে নির্বাচনের বাইরে রাখার বিকল্প নেই : ইনু


ধর্মনির্ভর রাজনৈতিক শক্তিকে নির্বাচনের বাইরে রাখার বিকল্প নেই : ইনু


রহমত নিউজ ডেস্ক     07 May, 2023     08:42 PM    


জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধী, ধর্মনির্ভর রাজনৈতিক শক্তি, সাম্প্রদায়িক জঙ্গি ও মৌলবাদী শক্তিকে নির্বাচন ও গণতন্ত্রের বাইরে রাখার বিকল্প নেই। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান ও সাংবিধানিক শাসনের ধারাবাহিকতা বজায় রাখার কোনো বিকল্প নেই, দেশে যারা নির্বাচন নিয়ে হইচই করছেন তাদের উচিত সংবিধান সমুন্নত রাখা।

আজ (৭ মে) রবিবার জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় বক্তব্য দেন কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাতীয় নারী জোট নেত্রী নিরঞ্জনা রিফাত সুরভী প্রমুখ।